বিএনপির ২০ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড

রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে প্রত্যেকের পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুর রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আব্দুর রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আ. রহমান, ফখরে আলম, আ. কাদের ও কবির হোসেন সরকার।

দণ্ডিবিধি আইনের দুই ধারায় তাদের এক বছর করে দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১১ সালের সেপ্টেম্বর মাসে রমনা থানার নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। এরপর তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট করেন পুলিশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //