মেয়র আতিকের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সম্পত্তি দখলসহ বেশ কিছু অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে, মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯ ধারায় মামলাটি দায়ের করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি খারিজ করে দেন।

মামলার এজাহারে বলা হয়, মেয়র আতিকুলের বিরুদ্ধে বাদীর সম্পত্তি দখল, বিভিন্ন মিডিয়ায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাদী ও তার পরিবারের সম্পর্কে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বাদীপক্ষ থেকে গত ১২ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আসামিপক্ষ কোনো উত্তর দেয়নি। নোটিশের জবাব না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //