আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান ও হইচই

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি এগিয়ে আনার দাবিতে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী আপিল বিভাগে অবস্থান করছেন।

আইনজীবীদের নজীরবিহীন চিৎকারে এজলাস ছেড়ে চলে যান বিচারকরা।

আপিল বিভাগ মেডিকেল রিপোর্ট দাখিলের জন‌্য এবং পরবর্তী শুনানির জন‌্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। 

এসময় বিএনপিপন্থী আইনজীবীরা এ আদেশ মানি না বলে উচ্চস্বরে কথা বলতে থাকেন। তারা ‘শেইম’ ‘শেইম’ বলে হট্টগোল শুরু করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও তাদের বক্তব‌্যের বিরোধীতা করেন। শুরু হয় দু’পক্ষের বাকবিতণ্ডা।

এক পর্যায়ে বিচারপতিরা কোনো লিখিত আদেশ না দিয়ে এজলাস কক্ষ ত‌্যাগ করেন। এই বিশৃঙ্খলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার, এটা নজিরবিহীন।

এরপরও দুইপক্ষের আইনজীবীদের এজলাস কক্ষে অবস্থান করতে দেখা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ওই মেডিকেল বোর্ডের প্রতিবেদন বৃহস্পতিবার আদালতে আসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে আপিল বিভাগে শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি আমাকে ইনফর্ম করেছেন, খালেদা জিয়ার কিছু টেস্ট হয়েছে, কিছু টেস্ট বাকি আছে। এর জন্য সময়ের প্রয়োজন।

প্রধান বিচারপতি এ সময় আগামী ১২ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ রেখে তার আগেই প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন এ সময় পুরনো একটি মেডিকেল প্রতিবেদন আদালতে দিয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ।

অ্যাটর্নি জেনারেল তখন বলেন, এই রিপোর্ট মেডিকেল বোর্ডের না। এর অথরিটি কারা? এ সম্পর্কে যা বলার ওইদিন (১২ ডিসেম্বর) বলব।

এ সময় শুনানির তারিখ এগিয়ে আনার দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতকক্ষের ভেতরেই হৈ চৈ শুর করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানও দেন তারা।

তারা আদালতকক্ষ থেকে কাউকে বের হতে বা নতুন করে কাউকে ঢুকতে দিতে চাইছেন না। এজলাস কক্ষেই তারা স্লোগান দিচ্ছেন- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বেইল ফর খালেদা জিয়া’।

বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকট মনির হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাহেরুল ইসলাম তৌহিদসহ আইনজীবীরা আপিল বিভাগের এজলাসে অবস্থান করছেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //