প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত, পার্লামেন্ট সদস্যসহ নিহত ৪

লাতিন আমেরিকার প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির এক পার্লামেন্ট সদস্য ও তার তিন সহযোগী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

নিহত পার্লামেন্ট সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলোরাডো পার্টির সদস্য।

দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী আসুনসিওনের ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে এক এলাকা থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা লিখেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবর পেয়ে গভীর বেদনা বোধ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি মাঠে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে আগুন জ্বলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং এটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থাতেই এটি মাটিতে আছড়ে পড়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //