হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয় : লুলা দা সিলভা

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াইরত সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। হামাস প্রসঙ্গে লুলা বলেন, তার দেশ এটিই মনে করে। গত শনিবার রাজধানী বুয়েন্স আয়ার্সে প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে হামাস নিয়ে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।

এ সময় বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলের অবস্থান খুব পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাউকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল তাকে সন্ত্রাসী মনে করে ব্রাজিল। যেহেতু হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই তাই আমরা তাদের সন্ত্রাসী বলব না।’

লুলা আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ হোক। মনে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা বাস করেন না, নারী ও শিশুরাও থাকেন সেখানে। আর এই যুদ্ধে তারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন।’

ব্রাজিল সব সময় শান্তির পক্ষে জানিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, ‘এখন প্রয়োজন সংলাপের শক্তি কাজে লাগিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। আমি শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমা দিয়ে মানুষ যা করতে পারে, তার চেয়ে কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে সংলাপের শক্তি।’

এ সময় গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। 

তিনি বলেন, ‘আমরা একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।’

এর কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন লুলা। 

সূত্র : মিডলইস্ট মনিটর

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //