ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় দুই মাসের ব্যবধানে আবারও বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকরি রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন মারা গেছেন।

গতকাল রবিবার (২৯ অক্টোবর) আকরি রাজ্য সরকারের বার্তায় বলা হয়, রিও ব্রানকো বিমানবন্দরের কাছে সিঙ্গেল ইঞ্জিন সেসনা কারাভান বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সেই বার্তার বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বিধ্বস্ত বিমানে এক শিশুসহ ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলটও নিহত হয়েছেন। বার্তায় যাত্রীদের পরিচয় উল্লেখ করা হয়নি।

বিমানটি পার্শ্ববর্তী আমাজোনাস রাজ্যের ইনভিরায় শহরে যাচ্ছিল। স্থানীয় প্রতিষ্ঠান এআরটি ট্যাক্সি এইরিয়ো এই বিমানটি পরিচালনা করছিল।

প্রতিবেদনে অনুসারে, গত দুই মাসের কম সময়ে ব্রাজিলে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনা। গত মাসে আমাজোনাস রাজ্যে আরেকটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ যাত্রী ও দুই ক্রু নিহত হন। যাত্রীরা সবাই ব্রাজিলীয় পর্যটক ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //