৪০তম বিসিএস: সুপারিশপ্রাপ্ত ৪৪৭৮ নন-ক্যাডার প্রার্থীর তালিকা প্রকাশ

৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস থেকে মোট ৪ হাজার ৪৭৮ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে। আজ সোমবার (১৯ জুন) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে।

আগামী ২০ জুন থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে ১ জুলাই পর্যন্ত। আবেদন প্রক্রিয়ায় জানানো হয় একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদে আবেদন করতে পারবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিয়োগপ্রার্থী জানান, পিএসসির এমন নির্দেশনার কারণে ৪০তম বিসিএস থেকে অনেকেই নন-ক্যাডার পদে নিয়োগ বঞ্চিত হবেন। প্রার্থী ভেদে আবেদন যোগ্যতা ৩০ থেকে ৪০টি পথ থাকলেও পিএসসি নির্দেশনার কারণে ২০টির বেশি পছন্দক্রম দেওয়া যাবে না।

অনেক পদ খালি থাকার আশঙ্কা থেকে যাচ্ছে।

আক্ষেপ প্রকাশ করে প্রার্থীরা বলেন, পাসপোর্টের সহকারী পরিচালক, ফুড ইন্সপেক্টর, ভোক্তা সরকারী পরিচালক, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার, পরিবেশের সহকারী পরিচালক, পরিবেশের পরিদর্শক, ফরেস্ট রেঞ্জারসহ অনেক পদ আমাদের দেওয়া হয়নি।


৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ সুপারিশের তালিকা দেখতে ক্লিক করুন এই লিঙ্কে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //