ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৯:০১ এএম
সংগিতশিল্পী আইয়ুব বাচ্চু।
প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৮ অক্টোবর কোথায় কী ঘটেছিল।
ঘটনা
১৯৮৫ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি মেঞ্জামিন মালায়েসের ফাঁসি হয়।
জন্ম
১৯১৮ সালের এই দিনে ভারতীয় চিত্রশিল্পী পরিতোষ সেন জন্মগ্রহণ করেন।
১৯২৫ সালের এই দিনে বাঙালি মহিয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্র জন্মগ্রহণ করেন।
১৯৩৯ সালের এই দিনে প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী লি হার্ভে অসওয়াল্ড'র জন্ম হয়।
১৯৪০ সালের এই দিনে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৭৮৫ সালের এই দিনে ইংরেজি ঔপন্যাসিক, কবি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা টমাস লাভ পিকক জন্মগ্রহণ করেন।
১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৬৫ সালের এই দিনে ইসলামি চিন্তাবিদ, ধর্ম প্রচারক ও বক্তা ডক্টর জাকির নায়েক জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৮৭১ সালের এই দিনে ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজ মৃত্যুবরণ করেন।
১৯৩১ সালের এই দিনে মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন মৃত্যুবরণ করেন।
২০১৮ সালের এই দিনে বাংলাদেশি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেন।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh