এসি চালুর আগে সতর্কতা

শীতকালের প্রায় পুরোটাজুড়েই এসি বন্ধ থাকে। এই লম্বা বিরতির পর এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া উচিত। কেননা এসির সঠিক পরিচর্যা না করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ইদানীং এসির কারণে একাধিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তাই দেরি না করে গরমে শীতল হাওয়ার পরশ পেতে প্রস্তুত রাখুন এসি। দীর্ঘদিন বন্ধ রাখার পর এসি চালু করার আগে করণীয়...

  • গরমের শুরুতে এসি চালানোর আগে অবশ্যই এসির মেরামত করতে হবে। পেশাদারদের মাধ্যমে চেকআপ ও সার্ভিসিং করিয়ে নিন।
  • এসির এয়ার ফিল্টারে কোনো ময়লা আছে কিনা কিংবা বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার ঠিক আছে কিনা সেসব বিষয়ে নিশ্চিত হতে হবে।
  • দীর্ঘসময় পর বন্ধ এসি চালু করতে গেলে এসি থেকে শব্দ হতে পারে। এমনকি পানিও পড়তে পারে। তাই এসি থেকে গন্ধ বা শব্দ পাওয়া গেলে বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান         দিয়ে পরীক্ষা করে সমস্যার সমাধান খুঁজে নিতে হবে।
  • এসি অনেক দিন বন্ধ থাকলে এর কুলিং বা ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এ ক্ষেত্রে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিতে হবে।
  • কুলিং যদি একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এসির ভেতরে গ্যাস ফুরিয়ে গেছে। পরবর্তী সময় গ্যাস রিফিল করে নিতে পারেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //