অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডা গ্রেপ্তার

অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডাকে যুক্তরাষ্ট্রর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়ছে পুলিশ। 

তিনি সেখানে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

জেন ফন্ডা (৮১) মার্কিন অভিনেত্রী, এক্টিভিস্ট ও শরীর চর্চা গুরু। ওই ভবনের সামনে ১০ মিনিটের বিক্ষোভকালে আরো কয়েকজনের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। 


পুলিশের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ অবৈধ বিক্ষোভের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। তবে বিবৃতিতে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

জেন সম্প্রতি লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছিলেন, তিনি চার মাসের জন্যে ওয়াশিংটনে অবস্থান করবেন। সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রিটা থুনবার্গের মতো তিনিও বিশ্ব উষ্ণায়ন বিরোধী লড়াইয়ের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।

এদিকে গ্রেপ্তারের আগে জেন সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশে মানুষের কারণে এই জলবায়ু সংকট তৈরির তীব্র সমালোচনা করেন। 

তিনি বলেন, তিনি ও অন্য কর্মীরা এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১১টায় ঝড়, বৃষ্টি, তুষারপাত সকল কিছু উপেক্ষা করেই ক্যাপিটল হিলের সামনে হাজির হবেন। এটি একটি যৌথ সমস্যা এবং এর জন্যে অবিলম্বে যৌথ পদক্ষেপ নিতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //