মোজা পরলেই পায়ের দুর্গন্ধ এড়ানোর উপায়

শীত থেকে বাঁচতে সবাই মোজা পড়ছে। যারা অন্য সময় পরে না তারাও এই সময়ে শীত নিবারণে মোজা পরছে। তবে অনেকের পায়েই মোজা পরলে গন্ধ হয়। এ জন্য লোকজনের সামনে মান-সম্মানেরও হানি হয়। আবার পা ঘেমে গেলেও ভয়ে জুতা খুলতে পারেন না অনেকে।  যাদের পায়ে এমন গন্ধ হয়, কিছু বিষয় মেনে চললে সহজেই এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১. জুতার মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে নিন। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো বেকিং সোডা ব্যবহার করবেন না।

২. ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজায় দেখবেন কোনো গন্ধ নেই।

৩. জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ একেবারে নেই হয়ে যাবে।

৪. স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারা রাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫. কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এ ছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘণ্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন। -জি নিউজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : মোজা

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //