অনলাইন ক্লাসে কানের সুরক্ষায়

করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বেশির ভাগ ছাত্র-ছাত্রীকেই করতে হচ্ছে অনলাইন ক্লাস। বাড়ছে হেডফোনের ব্যবহার। তবে দিনের বেশিরভাগ সময়ে হেডফোন ব্যবহার অজান্তেই বিপদ ডেকে আনছে শিশু ও কিশোরদের, বলছেন গবেষকরা।

গবেষণা বলছে, হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। কেউ কেউ চিরতরে শ্রবণশক্তি হারাতে পারেন।

চিকিৎসকরা বলছেন, আগে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শ্রবণক্ষমতা কমে যেত। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে, অনেক কম বয়স থেকেই কানের একাধিক সমস্যার মুখে পড়ছে মানুষজন, যার অন্যতম কারণ এই হেডফোন ব্যবহার। এজন্য হেডফোন ব্যবহারের ক্ষেত্রে ছোট-বড় সবারই কিছু নিয়ম মানা উচিত। যেমন-

১. দীর্ঘ সময় হেডফোনের ব্যবহার করতে হলে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে।

২. হাই ভলিউম-এ অডিও বা গান শোনা যাবে না।

৩. ইয়ারফোন কারোর সঙ্গে ভাগ না করাই ভালো। তা না হলে সহজেই কানে সংক্রমণ হতে পারে। অন্য কারও কান থেকে ব্যাকটেরিয়া সহজেই হেডফোনের মাধ্যমে কানে আসতে পারে।

৪. হেডফোন ব্যবহারের পর পরিষ্কার না করে বারবার যদি তা কানে লাগানো হয় তাহলেও সংক্রমণ ছড়াতে পারে।

৫. প্রতিবার ব্যবহারের পর হেডফোন স্যানিটাইজ করা উচিত। এছাড়া ভালোভাবে কানও পরিষ্কার করতে হবে । বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এসব যত্ন নিতে হবে অভিভাবকদেরই।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //