প্রথম বিদেশ সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে নতুন মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঐতিহ্যবাহী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সকে ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মুখ্য উপলক্ষ হিসেবে কাজে লাগাতে চায় বাংলাদেশ। আর এ জন্যই সম্মেলনে সরকার প্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল অংশ নিচ্ছে। সম্মেলনে নিরাপত্তা, জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। সেই সঙ্গে মিউনিখে জড়ো হওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক-মতবিনিময় হবে।

এ সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসন ও ডাচ্‌ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। এছাড়া সরকার প্রধানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগের সৌজন্য সাক্ষাৎ হতে পারে। বিশ্বব্যাংকের একজন উপ-ব্যবস্থাপনা পরিচালকও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েনমেন্ট চেয়েছেন বলে জানা গেছে।

৩ দিনের সফরের বিদায়ী লগ্নে জার্মান আওয়ামী লীগ আয়োজিত একটি কমিউনিটি ইভেন্টে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা আমন্ত্রিত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //