হ্যাটট্রিক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আসাদুজ্জামান খান কামাল আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পেয়েছেন। একাদশ মন্ত্রিসভায়ও তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দশম জাতীয় সংসদে প্রথমে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বে পেয়েছিলেন। সে হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। 

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ মন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১২ আসন থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য হয়েছেন। এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান খান কামাল কামাল। এ নিয়ে টানা চতুর্থবার এ আসন থেকে নির্বাচিত হলেন তিনি। 

আসাদুজ্জামান খান একজন মুক্তিযোদ্ধা। খান ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে সেক্টর ২-এ যুদ্ধ করেছিলেন।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান খান ।

 তিনি ১৯৬৫ সালে ঢাকা পলিটেকনিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

তিনি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রেস কাউন্সিল ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //