নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর বিদেশিদের কোনো চাপ নেই। তাদের চাপ প্রয়োগের অধিকারও নেই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা শুধু জানতে চায় নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে। 

আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কে নির্বাচনে আসলো, কে আসলো না, তা নিয়ে কমিশনের কিছু করার নেই। নির্বাচন কেন্দ্রে সাংবাদিকদের নিয়ম মেনে সবকিছু করার সুযোগ থাকবে। নির্বাচন বাধাগ্রস্ত করা হলে, সেসব বিষয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। 

এর আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। সভায় জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামান, বিজিবির-৩৫ অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //