সপ্তমবার ওয়াসার এমডি হলেন তাকসিম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সপ্তমবারের মতো নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের সই করা প্রজ্ঞাপনে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। এর ফলে আরও ৩ বছর এমডি পদে দায়িত্ব পালন করবেন তাকসিম। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ/পুনর্নিয়োগ দেওয়া হলো।

জানা যায়, ২০০৯ সালের ১৪ অক্টোবর প্রথমবারের মতো ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হন তাকসিম এ খান। এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ায় সরকার। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।

তাকসিম এ খান ঢাকা ওয়াসার এমডি হিসেবে মাসে ৬ লাখ ২৫ হাজার টাকা বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নেন, যা নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। এমন কি যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকা নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //