কারাগারে ভার্চ্যুয়াল আদালত স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেকোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চ্যুয়াল আদালতের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা সাংবাদিকদের জানান।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভায় ২৪০ কোটি টাকার ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানা গেছে। প্রকল্পটি সংশোধনের ফলে খরচ বেড়েছে ১১২ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিটি নতুন অথবা পুরোনো কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না। খরচও বাড়বে না।

এই একনেক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সম্প্রসারণের জন্য একটি প্রকল্প প্রস্তাব ওঠে। এই প্রকল্পে জমি-বাড়ি অধিগ্রহণের প্রস্তাব ছিল। কিন্তু প্রকল্পটির অনুমোদন পিছিয়ে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এ প্রকল্পে জমি–বাড়ি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছিল। প্রধানমন্ত্রী অবাক হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘আমার বাড়ি তো। আজ এটা করব না। বুঝব, জানব—পরে করব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //