মোমেন-জয়শঙ্কর বৈঠকে সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের। দেশটির রাজধানী তাসখন্দে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হওয়া কানেক্টিভিটি সম্মেলনের সাইড লাইনে ওই বৈঠক হয়। 

বৈঠক শেষে জয়শঙ্কর সচিত্র টুইট বার্তায় লিখেন- ‘তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাতে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি পর্যালোচনায় এটি একটি অসাধারণ সূযোগ, যার মধ্যে যোগাযোগ-কানেক্টিভিটি সম্পর্কিত দিকগুলোও ছিল।’ 

দিল্লির বিদেশমন্ত্রী তার সংক্ষিপ্ত বার্তায় ‘সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা’র যে ইঙ্গিত দিয়েছেন তার ব্যাখ্যায় ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে সম্পর্কের বার্নিং ইস্যুগুলো আলোচনায় এসেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //