সরকারি অফিসে কাজ করা দিনমজুরদের বেতন বাড়ল

সরকারি অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি আরো ১০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন আদেশের ফলে এখন থেকে বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি দফতরে নিয়মিত কাজ করা দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা মজুরি পাবেন। এছাড়া যারা অনিয়মিত অদক্ষ শ্রমিক, তাদের মজুরিও বাড়ানো হয়েছে। এখন থেকে তারা পাবেন ৫৭৫ টাকা মজুরি, যা আগে ছিল ৪৭৫ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বুধবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

এছাড়াও জেলা এবং উপজেলায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়ানো হয়েছে। তারা আগে পেতেন ৪৫০ টাকা, এখন পাবেন ৫৫০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা আগে মজুরি পেতেন ৪০০ টাকা, এখন পাবেন ৫০০ টাকা।

তবে দৈনিক মজুরিতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে বলে অর্থ বিভাগ আদেশে বলেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //