সশস্ত্র বাহিনী দিয়ে ত্রাণ বিতরণের খবর অসত্য

উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী বিতরণ করবে- এমন খবর অসত্য ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সরকার কভিড-১৯ মোকাবিলায় সারাদেশে সবকিছু বন্ধ থাকা অবস্থায় দুস্থ লোকদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ কেবল সশস্ত্র বাহিনীর ওপর অর্পণ করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, এই প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এখন থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীই কেবল ত্রাণ বিতরণ করবে বলে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রেস সচিব এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ওই বৈঠকে এ ধরণের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দেশ যখন কভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলা করছে তখন জল্পনা কল্পনা দ্বারা পরিচালিত না হয়ে, তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে প্রতিবেদন প্রকাশ করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //