সড়ক আইন প্রয়োগে সময় বাড়ল আরো ৭ দিন

নতুন সড়ক আইন বাস্তবায়নে আরো সাত দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সড়ক আইন প্রয়োগে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে। এজন্য আইন প্রয়োগে আরো দুই সপ্তাহ সময় লাগতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন ও জনসচেতনতা তৈরিতে বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন কাদের।

কাদের জানান, শুরুতে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল সচেতনতা সৃষ্টির জন্য। এবার আরো এক সপ্তাহ সময় একই কারণে বাড়ানো হলো। এরপর থেকে কঠোরভাবে আইন বাস্তবায়নে কাজ করা হবে।

এছাড়া আইনের বিধি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি।

সড়ক আইন প্রয়োগে বিলম্বের কারণ জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, বেটার লেট দ্যান নেভার... আইনটি এখন প্রায়োগিক পর্যায়ে চলে এসেছে। সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অ্যালাইনড করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও তার প্রত্যাশা জানিয়েছেন। এখন আমরা প্রয়োগে যাওয়ার পর্যায়ে রয়েছি। আইনের বিধি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //