পরমাণু অস্ত্র নিরোধ চুক্তির দলিল জমা দিল বাংলাদেশ

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি ‘ট্রিটি অন দ্য প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস-২০১৭’ স্বাক্ষর করেছে।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের ট্রিটি সেকশনে স্বাক্ষরিত চুক্তির দলিল জমা দেন।

চুক্তিটি ২০১৭ সালের জুলাই মাসে গৃহীত হয় এবং ওই বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরের জন্য এটি উন্মুক্ত করা হয়েছিল। উদ্বোধনের প্রথম দিনেই বাংলাদেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং এখন এটি ৩২টি দেশ কর্তৃক যথাযথভাবে অনুমোদিত হয়েছে। পঞ্চাশতম দেশ অনুমোদন জমা দেওয়ার পরে চুক্তিটি কার্যকর হবে। 

বাংলাদেশ পুরোপুরি পরমাণু বোমা নিরস্ত্রীকরণে বিশ্বাস করে এবং ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //