দুঃস্বপ্নের ম্যাচে লাল কার্ড দেখলেন রোনালদো

সুবাতাসই বইছিল রোনালদোর জীবনে। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে জানান দিয়েছিলেন, তিনি ফুরিয়ে যাননি। কিন্তু দুঃসময় আবারও হানা দিয়েছে সিআর সেভেনের জীবনে। 

একে তো দল আল-নাসের হেরে বিদায় নিয়েছে সৌদি সুপার কাপ থেকে, সঙ্গে রোনালদো দেখেছেন সরাসরি লাল কার্ড। চলতি মৌসুমে আল-নাসেরের কোনো শিরোপা জেতার আশাও কার্যত শেষই হয়ে গেছে। 

ম্যাচটি ছিল সৌদি সুপার কাপের সেমি-ফাইনাল। আল নাসের-আল হিলাল ম্যাচের ৮৫ মিনিটের খেলা চলছিল তখন। বল সাইডলাইনের বাইরে চলে গেলে সেটি কুড়িয়ে আনতে যান আল-হিলালের আলি আলবুলাইহি। তাকে সুযোগ না দিয়ে ছুটে গিয়ে বল নিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-হিলাল ডিফেন্ডার রোনালদোর গতি রোধ করার চেষ্টা করলে একপর্যায়ে কনুই দিয়ে তাকে আঘাত করেন পর্তুগিজ মহাতারকা।

সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন আলবুলাইহি। সে সময় রেফারিসহ দুই পক্ষের খেলোয়াড়েরা সেখানে ছুটে আসেন। তর্কাতর্কির মধ্যেই রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন সিআর সেভেন। এরপর রেফারিকে কিছু বলতে বলতে আর্মব্যান্ড খুলে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। আল- হিলাল সমর্থকদের 'মেসি মেসি' স্লোগান রোনালদোর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে।

আল-হিলালের বিপক্ষে এ ম্যাচে রোনালদো লাল কার্ড দেখার আগেই ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে আল-নাসের। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে তারা বিদায় নিয়েছে সুপার কাপ থেকে। শেষ দিকে সাদিও মানের গোল হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে। ১১ এপ্রিলের ফাইনালে আল-হিলালের প্রতিপক্ষ আল-ইত্তিহাদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //