ব্যালন ডি’অর ২০২৪: র‍্যাঙ্কিংয়ে কততম রোনালদো-মেসি

ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের মধ্যে সর্বোচ্চ মর্যাদার পুরস্কার হচ্ছে ব্যালন ডি’অর। এই ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে এ ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এবার মেসি-রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হালান্ড-এমবাপ্পেরা। 

বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৪ সালে কে পাচ্ছেন এটি। জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এবার সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ২০২৩-২৪ মৌসুমে ২১ গোল করেছেন, করিয়েছেন ১১টি। জিতেছেন সুপার কোপা। 

তালিকার দুইয়ে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা পিএসজির জার্সিতে করেছেন ৩৬ গোল, পাশাপাশি করিয়েছেন ১৩টি।

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড রয়েছেন তিন নম্বরে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ট্রেবল জেতানোর পেছনে বড় ভূমিকা রাখেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল করেছেন তিনি। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ। গোল ডটকমের তালিকায় মেসি-রোনালদোর নাম থাকলেও বাস্তবতায় এবার তাদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই বলা যায়।

তালিকার ১৭তম স্থানে রয়েছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরে খেলা এই ফুটবলার ২৬ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৩টি গোল। আর তালিকার একেবারে তলানিতে রয়েছেন বিশ্বকাপজয়ী মেসি। ইন্টার মায়ামির হয়ে বর্তমানে মাঠ মাতানো মেসি ২০২৩-২৪ মৌসুমে ১১ গোল করার পাশাপাশি ৪টি গোল করতে সহায়তা করেছেন। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের জায়গা হয়নি সেরা ২০ এ। 

এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //