মোস্তাফিজের অবস্থা নিয়ে যা জানাল কুমিল্লা

অনুশীলনের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোস্তাফিজুর রহমান। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের করা স্ট্রেইট ড্রাইভ সরাসরি আঘাত করে ফিজের মাথার পেছনে। সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি। এ সময় রক্ত পড়তে দেখা যায়। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ওই ঘটনা ঘটে। 

মোস্তাফিজের আঘাতপ্রাপ্তের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, মাথায় লেগেছে। এরপর বসে ছিলো মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।

ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। এতে করে কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা। তারা জানিয়েছে, মোস্তাফিজের আঘাত কেবলই বাইরের দিকে। কোনো প্রকার ঝুঁকির মাঝে থাকতে হচ্ছে না তাকে। 

ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীন কোনো রক্তক্ষণ হয়নি। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোয়ানস মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। কালকের ম্যাচে যে মুস্তাফিজকে পাচ্ছে না কুমিল্লা তা এক প্রকার নিশ্চিত বলা যায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //