বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দিনিজ

বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ। টানা ব্যর্থতার মাঝে থাকা ব্রাজিল দলকে বিদায়ই জানাতে হচ্ছে ৪৯ বছর বয়েসী এই কোচকে। নানা জলঘোলার পর ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পদ ফিরে পেয়েছেন এডনালদো রদ্রিগেজ। আর দায়িত্ব ফিরে পেয়েই বরখাস্ত করা হলো দিনিজকে। ২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। চুক্তি ছিলো ১ বছরের জন্য। তবে সেটাও পূরণ করা হয়নি তার জন্য। 

৪৯ বছর বয়েসী এই কোচ কদিন আগেই দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পেয়েছিলেন। তবে সেটা ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের জন্য। যদিও ব্রাজিলের কোচ পদে টিকে থাকার জন্য সেটা আর যথেষ্ট থাকলো না। সেলেসাওদের হয়ে ক্রমাগত ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তেই হলো ‘ব্রাজিলের গার্দিওলা’ খ্যাত দিনিজকে। 

এক অফিসিয়াল বার্তায় দিনিজের বিদায় নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলের পরিচালনা পরিষদ। দিনিজকে ধন্যবাদ জানিয়ে দেওয়া বার্তায় সিবিএফ জানায়, ‘ফার্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফার্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাচ্ছি।’ 

দিনিজের অধীনে শুরুটা ভালো করলেও খুব বেশিদিন তা ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সেলেসাওরা খেলেছে ৬ ম্যাচ। এরমাঝে তারা জিতেছে মোটে দুই ম্যাচ। এক ড্র এর সঙ্গে আছে তিন হার। পয়েন্ট তালিকাতেও সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। তারা বর্তমানে আছে ৬ষ্ঠ অবস্থানে। দিনিজের অধীনে ৬ ম্যাচে ব্রাজিল দিয়েছে ৮ গোল আর হজম করেছে ৭টি। রক্ষণের দুর্বলতাই যে দিনিজের অবস্থান নড়বড়ে করেছে সেটাই অনেকটা স্পষ্ট। 

সবকিছু মিলিয়ে আর কোচের পদ টেকাতে পারেননি দিনিজ। রিও ডে জেনিরোর আদালতে ফুটবল ফেডারেশন সভাপতি এডনালদো রদ্রিগেজের বহিস্কার আদেশ প্রত্যাহারের একদিনের মাথায় ছাঁটাই করা হলো দিনিজকে। এরইমাঝে নতুন কোচও খুঁজতে শুরু করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। এর আগে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অ্যানচেলত্তির ব্যাপারে কথা হলেও, তাকে নিয়ে আর সম্ভাবনা নেই। বাধ্য হয়েই নতুন কাউকে সন্ধান করতে হচ্ছে সিবিএফকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //