এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায় মোরছালিন

গত ১৬ ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়াজুড়ে ৩৬টি ম্যাচ হয়েছে। এসব ম্যাচ থেকে শীর্ষ ৯ জন পারফরমারকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শেখ মোরছালিনও। 

জাতীয় দলের জার্সিতে এ বছরই অভিষেক তার। খেলেছেন ৯টি আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ৪টি। সর্বশেষ গোলটি এসেছে ২১ নভেম্বর ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে। 

এএফসির ওয়েবসাইটে মোরছালিনকে ‘বিস্ময় বালক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এএফসির তালিকায় আছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। যিনি দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে করেছেন ৩ গোল। দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তার জোড়া গোল।

তালিকায় আছেন সৌদি আরবের সালেহ আল শেহরিরা, কাতারের আলমোয়েজ আলী, অস্ট্রেলিয়ার হ্যারি সুটার, ইরানের মেহেদী তারেমি, জাপানের আয়াসে উয়েদার মতো এশিয়ার শীর্ষ ফুটবলাররা।

আলমোয়েজ আফগানিস্তানের বিপক্ষে ৪ গোলের পর ২১ নভেম্বর ভারতের বিপক্ষেও গোল পেয়েছেন। জাপানের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে ৫ গোল করে আলো ছড়াচ্ছেন ফেইনুর্দ স্ট্রাইকার আয়াসে উয়েদা।

এসব তারকার সঙ্গে একই কাতারে থাকতে পারা বাংলাদেশের তরুণ মোরছালিনের জন্য বড় অনুপ্রেরণা হবে বলে আশা করছেন ফুটবল বিশ্লেষকরা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //