ক্লাব মায়ামির এমভিপি হলেন মেসি

লিওনেল মেসি মানেই যেন পুরস্কারের ছড়াছড়ি। কিছুদিন আগে ব্যালন ডি’অর জয়ী এই তারকার হাতে উঠল এবার আরও একটি পুরস্কার। যেটি তিনি পেয়েছেন নিজের বর্তমান ক্লাব ইন্টার মায়ামি থেকে।

২০২৩ মৌসুমে ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে মার্কিন ক্লাব মায়ামি।

এর আগেও মায়ামির হয়ে এমভিপি পুরস্কার জিতেছিলেন এক আর্জেন্টাইন। লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন এই পুরস্কার জিতেছেন একবার। এছাড়াও লুইস মরগান একবার দখল করেছেন ক্লাবটির এই মর্যাদার পুরস্কার।

গত জুলাইয়ে মেজর লীগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি।

মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করান ৮টি গোল। লিগস কাপে সর্বোচ্চ ১০ গোল করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হন মেসি।

ধারাবাহিক পারফরম্যান্সে ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা লিগস কাপ জেতান আর্জেন্টাইন সুপারস্টার। তোলেন ইউএস ওপেন কাপের ফাইনালেও। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এমভিপি বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে মেসির নাম ঘোষণা করেছে ইন্টার মায়ামি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //