মেসির জোড়া গোল, উরুগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার

লিওনেল মেনসির জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। অন্যদিকে, উরুগুয়ের কাছে ২ গোলে হারলো ব্রাজিল।

এর আগে, ভেনেজুয়েলার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল ব্রাজিল। এতে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়ে বসে সেলেসাওরা। এবার উরুগুয়ের কাছে হেরেই বসল নেইমার জুনিয়ররা। 

বুধবার (১৮ অক্টোবর) ঘরের মাঠ এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথ্য জানায় উরুগুয়ে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে ৪৫ মিনিটেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের প্রধান তারকা নেইমার জুনিয়রের চোট। দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে কাটানো এই ফরোয়ার্ড মাঠ ছাড়ার পর ‘উল্টো পথে’ হাঁটা র‍্যামন মেনেজেসের শিষ্যরা ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠে ছেড়েছে।

ম্যাচের প্রথমার্ধে ৬০ শতাংশ বল দখলে রাখা নেইমার-ভিনিসিয়ুস-ক্যাসেমিরোরা বিরতির পর একের পর এক বল হারিয়েছে। শুধু এতটুকু হলেও যথেষ্ট ছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধজুড়ে টানা আক্রমণ সামলাতে হয়েছে ব্রাজিলের গোলরক্ষক ও রক্ষণভাগকে। এতে দারউইন নুনেজ ও দে লা ক্রুজের গোলে উরুগুয়ের কাছে ২-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

অন্যদিকে, ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে তাদের বলের দখল ছিল ৬৫ শতাংশ, এ থেকেই আর্জেন্টিনার দাপট আন্দাজ করা যায়। অন্যসব ফরোয়ার্ডদের ব্যর্থতার ভিড়ে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন ইন্টার মায়ামি তারকা মেসি। এতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা টেবিলের শীর্ষে রয়েছে। ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে উরুগুয়ে, যা তাদের টেবিলের দুইয়ে উঠিয়ে দিলো। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //