বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, অনিশ্চিত মেসি

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিানার হয়ে লিওনেল মেসির খেলা অনিশ্চিত। দক্ষিণ আমেরিকা অঞ্চলে রাতে বলিভিয়ায় অনুষ্ঠেয় ম্যাচটি খেলতে সেখানে পৌঁছেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে মেসিও রয়েছেন।

বলিভিয়া পৌঁছে বিমানবন্দরে দারুণ এক সংবর্ধনাও পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশেষ করে লা পেজ আন্তর্জাতিক বিমান বন্দরে প্রিয় তারকা মেসিকে বরণ করে নিতে ভিড় জমায় বিপুল সংখ্যক ভক্ত। চোটের কারণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে মেসির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তবে সেখানে কোনো জটিলতা পাওয়া যায়নি। গুরুতর কোন চোটেও পড়েননি মেসি।

তবে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান- ইকুয়েডরের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে মেসি নিজেই উঠে আসার কথা বলেছিলেন। অবশ্যই কোনো সমস্যা হয়েছিল, না হলে সে ওভাবে খেলা ছাড়তে চাইতো না।

ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ জানান, আগের ম্যাচের বেশিরভাগ খেলোয়াড়কে নিয়েই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তার দল। মেসি খেলবেন কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচ শুরুর আগে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //