লাল কার্ড এড়ালেও নিষেধাজ্ঞায় রোনালদো

স্লোভাকিয়ার বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। উল্টো বিপজ্জনক একটি ফাউল করে জড়িয়েছিলেন লাল কার্ড প্রাপ্তির শঙ্কায়। তবে সেটা এড়াতে পারলেও হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন পর্তুগাল অধিনায়ক।

স্লোভাকিয়ার মাঠে উয়েফা ইউরো বাছাইয়ের ম্যাচে গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারায় পর্তুগাল। একমাত্র গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। ম্যাচের শুরু থেকে একাদশে থাকা রোনালদো ৬২তম মিনিটে হলুদ কার্ডটি দেখেছিলেন।

ডান প্রান্ত দিয়ে আসা বলে প্রথমে ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন ‘সিআর সেভেন’।এরপর চেয়েছিলেন স্লাইড করে বল জালে জড়াতে। কিন্তু এবারও বলের নাগাল পাননি। উল্টো তার বুট সরাসরি গিয়ে আঘাত করে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান।

একই প্রতিযোগিতায় গত জুলাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচের ৮৩তম মিনিটে হলুদ কার্ডের কবলে পড়েছিলেন রোনালদো। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন তিনি।

ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না আল নাসর তারকার। দলটির বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোল রোনালদোর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //