মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ সময় রাত ৩টায়  প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হতে পারে এটি প্রাক মৌসুম প্রস্তুতি কিংবা প্রীতি ম্যাচ। তবুও ক্লাব ফুটবলে এখনও আবেদনের শীর্ষে এল ক্লাসিকো।

সাম্প্রতিক ধারা মেনে এবারও যুক্তরাষ্ট্রে বসছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীটার লড়াই। এবার টেক্সাসের বিখ্যাত এটি এন্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

পরাজয় দিয়ে এবার মার্কিন সফর শুরু হয়েছে বার্সেলোনার। লস অ্যাঞ্জেলস থেকে আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরে এসেছে কাতালানরা। যদিও প্রীতি ম্যাচের ফল সিরিয়াসলি নিতে নারাজ জাভি হার্নান্দেজ।

অপরদিকে মৌসুমে রিয়ালের শুরুটা হয়েছে ঠিকঠাক। এসি মিলানের পর হারিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডকে। বার্সাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোসরা।

সাম্প্রতিক পরিসংখ্যানও দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। শেষ ৫ ক্লাসিকোয় ৩টাতে বার্সেলোনা বাকি দুটি জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় কাতালানদের কাছে হারলেও কোপা দেলরের সেমিফাইনালে ফিরতে লেগে সেই শোধ নিয়েছিলো লস ব্লাঙ্কোসরা। সে ম্যাচে ৪-০ গোলে জাভির দলকে উড়িয়ে দিয়েছিল আনচেলত্তি শীষ্যরা।

কম্পিটিটিভ ফুটবলে দুদলের ২৫৪ দেখায় এগিয়ে রিয়াল। বার্সার একশো ম্যাচের বিপরীতে লস ব্লাঙ্কোরা জিতেছে ১০২ টিতে। তবে প্রীতি ম্যাচে কাতালানদের জয়জয়কার। মাদ্রিদ জায়ান্টদের ৬ জয়ের বিপরীতে বার্সার জয় ২৩টিতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //