৩ ফুটবলারকে বাফুফের বিশেষ বোনাস

সাফের সেমিফাইনালে ওঠার আনন্দে বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

আজ রবিবার (৯ জুলাই) দুপুরে বাফুফে ভবনে তিনি সাফ স্কোয়াডে থাকা ২৩ খেলোয়াড়কে দেড় লাখ টাকা করে প্রদান করেছেন। ৩৪ জনের কন্টিনজেন্টের বাকি সদস্যরাও পেয়েছেন দেড় লাখ টাকা করে। 

তবে তিন ফুটবলারকে অতিরিক্ত অর্থ প্রদান করেছেন সালাউদ্দিন। সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নতুন ফুটবলার শেখ মোরসালিন। তাদের সালাউদ্দিন ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে বাড়তি অর্থ পুরস্কার দিয়েছেন। এছাড়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা পুরষ্কৃত করেছেন তিনি।

এবারের সাফে চার ম্যাচই ধারাবাহিক ছিলেন এই ডিফেন্ডার। বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করে সালাউদ্দিন বলেন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দিবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’ 

বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেন, ‌‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই বেশি দিতাম।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //