ফুটবলকে বিদায় জানালেন সাফজয়ী স্বপ্না

মাত্র ২২ বছর বয়সে হঠাৎ করেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না।

আজ শুক্রবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী এই ফুটবলার। পরিবারকে সময় দেতেই স্বপ্নার এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। 

অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে স্বপ্না ফেসবুকে লেখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।’

তিনি আরও লেখেন, ‘খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘স্বপ্না অনুশীলন করে আমার কাছে ছুটি নিয়ে বাড়ি গেছে। তবে অনেক দিন খেলা না থাকায় ও একটু হতাশ ছিল। ওকে বুঝিয়েছি। কিন্তু খেলবে না বললো।’

প্রসঙ্গত, স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //