শিরোপাজয়ী বার্সাকে হারিয়ে দিল রিয়েল সোসিয়েদাদ

আগেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। তাই রিয়েল সোসিয়েদাদের বিপক্ষে গতকালের তাদের ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। কিন্তু এই ম্যাচে বার্সেলোনা এতটাই ভারমুক্ত হয়ে খেলছিল যে শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়া লাগে তাদের। বার্সার নিজেদের ঘরের মাঠেই অঘটন ঘটিয়ে কাতালানদের ২-১ গোলে হারিয়ে দেয় রিয়েল সোসিয়েদাদ।

গতকাল শনিবার (২০ মে) এই হারের পর ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৫ ম্যাচে ৮৫। আগেই লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় এই হারে তাদের হয়তো কিছু আসে যায় না, তবে গতকালের ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন আরও জোরাল হয়েছে সোসিয়েদাদের।

ম্যাচ শুরুর পর স্বাগতিকের সমর্থকদের হকচকিয়ে দিয়ে ৫ মিনিটেই এগিয়ে যায় সোসিয়েদাদ। গোল করেন মিকেল মেরিনো। এই এক গােলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চ্যাম্পিয়নরা। বিরতির পর গোল পরিশোধের জন্য বার্সা চড়াও হয়ে খেলা শুরু করলেও তা কাজে আসেনি। উল্টো ৭২ মিনিটে আরও এক গোল হজম করে বসে তারা। এবার গোল করেন আলেক্সান্ডার সোরলোথ।

তবে শেষ মুহূর্তে বার্সার পক্ষে একটি গোল পরিশোধ করেন রবার্ট লেভানডফস্কি। চলতি লা লিগায় পোলিশ স্ট্রাইকারের এটি ২২তম গোল। যা চলতি লিগে সর্বোচ্চ।

ম্যাচের ফলাফল লিগ শিরোপার ট্রফি নিয়ে বার্সার উৎসবে কোনো প্রভাব ফেলেনি। খেলা শেষে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বার্সার হাতে তুলে দেন  লা লিগার শিরোপা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //