মজবুত অবস্থানে বার্সা, রিয়ালের হোঁচট

রিয়াল বেতিসের সঙ্গে ড্র করে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগার এই জায়ান্ট দলটি পারলো না বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে কষ্টেশিষ্টে হারিয়ে পাক্কা তিন পয়েন্ট নিজেদের করে নিয়েছিল রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা। সেই জয়ে মাদ্রিদ জায়ান্টদের চেয়ে ৯ পয়েন্টে কাতালান জায়ান্টরা এগিয়ে যায় লা লিগার পয়েন্ট টেবিলে।

রিয়ালের সামনে সেই ব্যবধান ৭ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ ছিল। তবে তাতে পুরোপুরি ব্যর্থ কার্লো আনচেলত্তির দল। বেতিসের মাঠে রোববার রাতে গোলশূন্য ড্র করেছে রিয়াল। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি রিয়াল। বিরতির পর অবশ্য রিয়াল বেতিসকে শক্তভাবেই চেপে ধরেছিল মাদ্রিদ জায়ান্টরা। তবে জালের দেখা মেলেনি। করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা অসংখ্য সুযোগ মিস করেছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রিয়াল। লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হারে রিয়াল।

এদিকে, বার্সেলোনার জয়রথ চলছেই। রবিবার (৫ মার্চ) রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেল জাভির শিষ্যরা। 

২৪ ম্যাচ শেষে ২০ জয়ে বার্সেলোনার পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৯ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ১৬ জয়ে রিয়ালের পয়েন্ট ৫৩। 

লা লিগার অবনমন অঞ্চলের দলের বিপক্ষে বার্সেলোনার ৩ পয়েন্টের মাহাত্ম্য গোল সংখ্যায় নয়, লড়াইয়ের ধরনে। ম্যাচের ৫৯ মিনিটে রোনালদ আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে।

একজন কমে যাওয়ার আগপর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বার্সারই ছিল। ম্যাচ শুরুর ১৫তম মিনিটেই গোলের দেখা পায় জাভির দল। সের্হিও বুসকেতসের বক্সে বাড়ানো বল ধরে অরক্ষিত থাকা রাফিনিয়া বল জালে জড়ান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //