৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। কাতার বিশ্বকাপে খুব একটা জ্বলে উঠতে পারেননি ফুটবলের এই অন্যতম মহাতারকাদের একজন। ইউরোপীয় ক্লাবগুলো থেকে নিরাশ হতে হয়েছে তাকে। 

এরপর সৌদি লিগ খেলতে আল নাসর ক্লাবে রেকর্ড পারিশ্রমিকে যোগ দেন তিনি। দলে নিজের চতুর্থ ম্যাচে শুধু জ্বলে উঠেননি, দলকে পৌঁছে দিয়েছেন লিগের শীর্ষ অবস্থানে। এই ম্যাচে হওয়া চারটি গোলের সবকটিই করেছেন তিনি একাই। শুধু তাই নয়, ফুটবলের এই তারকা লিগ পর্যায়ে পাঁচশ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন।

স্পোর্টিং সিপির হয়ে পর্তুগালের শীর্ষ লিগে করেছিলেন তিন গোল। রিয়াল মাদ্রিদের হয়ে কাটিয়েছেন জীবনের সেরা সময়। দলটির হয়ে লা লিগায় করেছেন ৩১১ গোল।

এরপর দুই দফায় ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১০৩ গোল। জুভেন্টাসের হয়ে সিরি আ তে ৮১ গোল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মক্কায় আল ওয়াহেদার বিপক্ষে মাঠে নামার আগে তার গোল সংখ্যা ছিল ৪৯৯। খেলার ২১ মিনিটে গোল করে পাঁচশ গোলের কোটা পূরণ করেন পর্তুগীজ এই তারকা। এরপর আল নাসরের হয়ে আরও তিনটি গোল করেছেন রোনালদো। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবল লিগে গোল সংখ্যা ৫০৩টি হয়ে বিশ্ব ফুটবলে অমরত্ব অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //