গোলবন্যায় লিভারপুলের জয়

লিগের শুরুটা মোটেও ভালো হয়নি লিভারপুলের। প্রথম দুই ম্যাচ টানা ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হারতে হয়েছিল ম্যানইউর কাছে। তাতে দলের সবাই যে কতটা ক্ষুধার্ত হয়ে উঠেছিল, তারই যেন প্রমাণ দিল লিভারপুল। ম্যাচের শুরু থেকেই গোল করতে করতে শেষও করলো গোল উৎসবেই। বোর্নমাউথের জালে একে একে ৯ বার বল পাঠিয়ে যেন গা ঝারা দেওয়ার প্রমাণ দিল ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের রানারআপরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন লুইস দিয়াজ। এরপর ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। বোর্নমাউথকে গোলের মালা পরা অব্যাহত থাকেই।

২৮তম মিনিটে তৃতীয় গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর তিন মিনিট পরই চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন ভিরগিল ফন ডাইক। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই (৪৬ মিনিটে) নিজেদের জালেই বল জড়িয়ে দেন বোর্নমাউথের ক্রিস মেপাম। ৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো।

৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান লুইজ দিয়াজ।

দীর্ঘদিন মনে রাখার মতো এমন জয়ে পয়েন্ট টেবিলে লাফ দিয়ে দিয়েছে লিভারপুল। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে তারা।

দিনের প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //