বেনজেমার হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে শেষ আটে রিয়াল

করিম বেনজেমার ১৮ মিনিটের ঝলকে শেষ ষোলোতেই যে বিদায় ঘন্টা বেজে যায় মেসি, নেইমার,এমবাপ্পেদের! বেনজেমার অবিশ্বাস্য হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়ে দিয়েছে পিএসজিকে।

গতকাল বুধবার (৯ মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর জমজমাট ফিরতি লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল। দুই দলের আগের দেখায় নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্যারিসে প্রথম লেগে শেষ মুহূর্তে চোট থেকে সেরে ওঠা কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ৩৯ মিনিটে আবার এমবাপ্পে ঝলক। দারুণ পাল্টা আক্রমণে পিএসজিকে আবারো গোল এনে দিলেন ফরাসি সেনসেশন। পিএসজি ২-০ রিয়াল, ফরাসিদের শেষ আটে যাওয়াই তখন ভবিতব্য বলে মনে হচ্ছিল।

কিন্তু ম্যাচের ৬০তম মিনিটে পর্যন্ত পিছিয়ে থাকা স্বাগতিকরা পরের সময়টাতে উপহার দেখায় চোখ ধাঁধানো ফুটবল। বেনজেমা, লুকা মদ্রিচ, ফেদেরিকো ভালভার্দে, ভিনিসিয়ুস জুনিয়রদের সামনে রীতিমতো ছন্নছাড়া হয়ে পড়ে সফরকারীরা।

বেনজেমার আগমন, ৬১ মিনিটে প্রথম গোল, ৭৬ আর ৭৮ মিনিটে পরের দুটি। প্রথম গোলটি অবশ্য পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। নিজের পায়ে বল ছিল, কিন্তু সেটি সতীর্থকে দিতে দেরি করে ফেলেন দোন্নারুম্মা। বেনজেমা বল কেড়ে নিতে চাপ দিচ্ছিলেন, চাপের মুখে দোন্নারুম্মা অসহায়ভাবে বলটাকে কোনোরকমে ঠেলে দিলেন। বক্সেই ভিনিসিয়ুস জুনিয়র সেটি ধরে কাট ব্যাক করলেন, বেনজেমা বল জড়িয়ে দিলেন জালে।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর প্রথমবার স্পেনের মাটিতে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। তাও আবার পুরনো ‘শত্রু’ রিয়ালের বিপক্ষে। তবে প্রথম লেগে পেনাল্টি মিস করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড দ্বিতীয় লেগে থাকলেন নিজের ছায়া হয়ে। নেইমার সামর্থ্যের ছাপ রাখলেও তা যথেষ্ট হয়নি। আগামী মৌসুমে পিএসজি ছেড়ে যার রিয়ালে যাওয়ার গুঞ্জন জোরালো, সেই এমবাপেই ছিলেন আক্রমণভাগের ত্রয়ীর মধ্যে সবচেয়ে উজ্জ্বল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //