দেম্বেলের শেষ মুহূর্তের গোলে টানা জয়ে বার্সা

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ওসমান দেম্বেলের একমাত্র গোলে লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের ধারাবাহিকতায় বার্সেলোনা।

এই জয়ে ২৯ ম্যাচে ২০ জয় ও ৪ হারে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মেসিরা। শেষ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।

গতকাল সোমবার (৫ এপ্রিল) রাতে ঘরের মাঠে ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা।

ম্যাচের নবম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে ভায়াদোলিদের সামনে। কেনান কদ্রোর হেড বাধা পায় ক্রসবারে।

প্রথমার্ধে বার্সার পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। গোলমুখে তিনটি শট নিলেও গোলরক্ষককে বিপদে ফেলতে পারেনি তারা। ৩৯তম মিনিটে মেসির শট স্লাইডে ফেরান ডিফেন্ডার লুকাস ওলাসা। বিরতির খানিক আগে পেদ্রির নৈপুণ্যে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। সেটিও গোল হয়নি।

বিরতির পর ৫৭তম মিনিটে ওলাসার জোরালো শট পোস্টে ছিল না। দুই মিনিট বাদে মেসির পাস ধরে ডি-বক্সে ঢুকে দেম্বেলের নেয়া শট ঝাঁপিয়ে ফেরান ভায়াদোলিদের গোলরক্ষক। ফিরতি বলে গ্রিজমানের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৭৯ মিনিটেই ঘটে ম্যাচ বদলে দেয়া ঘটনা। দেম্বেলেকে পেছন থেকে ফাউল করায় ভায়াদোলিদের অস্কার প্লানোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০জনের দলে পরিণত হয় সফরকারীরা।

নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ডানদিকের বাইলাইনের কাছ থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁদিকে ফাঁকায় বল পেয়ে যান দেম্বেলে। বুলেট গতির শটে কাছের পোস্ট দিয়ে জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

২৯ রাউন্ড শেষে দিয়েগো সিমেওনের দল ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ও তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।

আগামী শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে মাঠে নামবে বার্সেলোনা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //