সেলফির জন্য ম্যারাডোনার কফিন খুলে হারালেন চাকরি

দিয়াগো ম্যারাডোনা নেই, মানতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা। তাই প্রিয় তারকার শেষযাত্রায় করোনাভীতি উপেক্ষা করেই নেমেছিল মানুষের ঢল। কিংবদন্তির বিদায়বেলার স্মৃতি ধরে রাখার সুযোগ হারাতে চাননি কেউ। ম্যারাডোনার শেষকৃত্যে দায়িত্বরত এক কর্মী কফিন খুলে ম্যারাডোনার সঙ্গে সেলফি তুলেছেন, তা-ও বুড়ো আঙুল উঁচু করে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দিয়েগো মোলিনা নামের ওই কর্মী। আর এতেই বেধেছে বিপত্তি। চাকরিটাই হারাতে হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন ম্যারাডোনার ভক্ত-সমর্থকরা। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তার আর্জেন্টাইন নাগরিকত্ব কেড়ে নেয়া উচিত। কী করে এমন কাজ করলো। পুরোপুরি অশ্রদ্ধা।’ আরেকজন লিখেছেন, ‘কেউ এটা রিটুইট করবেন না।’

এমনিতেই ম্যারাডোনার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাকে একনজর দেখার জন্য ভিড় করেছেন লাখো মানুষ। কেউ দূর থেকেই কফিনের ছবি তুলেছেন। কেউবা তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের ছবি তুলে রেখেছেন। যারা কাছে ছিলেন, তারা সামনে থেকেই শেষবারের মতো দেখতে পেরেছেন কিংবদন্তি ফুটবলারকে।

এসব সামলাতে পুলিশ দিয়েও মানুষের ঢল ঠেকানো যায়নি। বরং পুলিশের সাথে ম্যারাডোনার ভক্ত-সমর্থকদের সংঘর্ষ হয়েছে দফায় দফায়। প্রিয় তারকাকে শেষবারের মতো দেখতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেনি তারা।

গত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাফেরার দেশে চলে গেছেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //