কলকাতা মোহামেডানে যাচ্ছেন জামাল ভূইয়া

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন, ভারতের আই লিগে খেলতে কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন বাংলাদেশের ফুটবলের জামাল ভূইয়া। 

তবে গত শুক্রবার অনুশীলন শেষেও কলকাতা মোহামেডানে যাওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি।

বারবার অস্বীকার করলেও কদিন ধরে চলা গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। সাইফ স্পোর্টিং থেকে তার কলকাতা মোহামেডানে যোগ দেয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। নিজের বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিংকে তা জানিয়েও দিয়েছেন এই মিডফিল্ডার।

তবে অধিনায়ককে ছাড়তে রাজি হলেও শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশের দলটি। আগামী এপ্রিলে জামালকে ফিরতে হবে তাঁবুতে।

সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, জামাল কলকাতা মোহামেডানে যেতে চায়। এটা শুধু ক্লাবের ব্যাপার নয়, দেশের সুনামেরও ব্যাপার। আগে আমাদের অনেকেই দেশের বাইরে খেলেছে, কিন্তু অনেক দিন বাংলাদেশের খেলোয়াড়রা দেশের বাইরের লিগে খেলে না। তাই আমরাও সম্মতি দিয়েছি।

তিনি বলেন, জামাল কলকাতা মোহামেডানের সাথে চুক্তি করবেন ২০ এপ্রিল পর্যন্ত। ওই সময় তখন আমাদের লিগের দ্বিতীয় পর্ব চলবে। বিষয়টি নিয়ে কলকাতা মোহামেডানের সাথে আমাদের ও জামালের কথা হয়েছে। মোহামেডানের সাথে চুক্তিতে সেভাবেই এগিয়ে যাচ্ছে আলোচনা।

২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক জামালের। ২০১৬-১৭ মৌসুমে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। এরপর ডেনমার্কপ্রবাসী জামাল ২০১৭ সালে গায়ে তোলেন সাইফ স্পোর্টিংয়ের জার্সি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //