ব্রাজিলের অধিনায়ক নেইমার

ক্লাবের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন নেইমার। মারণ ভাইরাসকে হারিয়ে মাঠে ফেরার প্রথম দিনেই বিপক্ষ ফুটবলারকে পিছন থেকে আঘাত করে লাল কার্ড দেখা, তার জেরে আবার তাঁকে দু’ম্যাচ নির্বাসন করেছে ফরাসি ফুটবলের গভর্নিং বডি।

নেইমারের শাস্তির আড়ালে রয়েছে তাঁর প্রতি বিপক্ষ ফুটবলারের বর্ণবৈষম্যের অভিযোগ। যদিও এব্যাপারে ব্রাজিলিয়ান তারকা পাশে পেয়েছেন তাঁর দেশ এবং তাঁর ক্লাবকে। ব্রাজিল জাতীয় দলের কোচ তিতের ঘোষণায় নেইমারের প্রতি তাঁর দেশের অগাধ আস্থা আরো একবার প্রকট হলো। নেইমারকে সামনে রেখেই আগামী মাস থেকে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নামবে সেলেকাওরা। অর্থাৎ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেইমারের হাতেই থাকছে দলের আর্মব্যান্ড।

স্কোয়াডে চমক বলতে লিয়ঁ মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস। বিশ্বকাপের বাছাইপর্বে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে তাঁর। এছাড়া রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রড্রিগোকে দলে ফিরিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আগামী ৯ অক্টোবর সাও পাওলোতে বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এরপর চার দিন বাদে লিমাতে পেরুর মুখোমুখি হবে তারা। ম্যাচগুলো প্রাথমিকভাবে গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে পিছিয়ে গেছে তা। লিগা ওয়ানে দু’ম্যাচ নির্বাসিত ব্রাজিলিয়ান তারকার নেতৃত্বেই সেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করতে চলেছে সাম্বার দেশ।

আলভারো গঞ্জালেস নেইমারের বর্ণবৈষম্যের অভিযোগ অস্বীকার করলেও তাঁর বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে সেদেশের ফুটবলের গভর্নিং বডি।

উল্লেখ্য, মার্সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ম্যাচ অফিসিয়ালকে নেইমার জানান যে তিনি বর্ণবাদের শিকার। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ব্রজিলিয়ান তারকা জানিয়েছিলেন আলভারো তাঁকে বানর বলে সম্বোধন করেছেন। নেইমারের অভিযোগকে সমর্থন জানিয়ে আগেই পাশে দাঁড়িয়েছিল ক্লাব। পরে তাঁর দেশের সরকারকেও এব্যাপারে পাশে পেয়েছেন নেইমার।

একনজরে বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য ব্রাজিলের ঘোষিত স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, স্যান্তোস, ওয়েভার্টন
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মেনিনো, অ্যালেক্স টেলেস, রেনান লোডি, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, ফিলিপ, রড্রিগো সাইও
মিডফিল্ডার: ক্যাশেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, ফিলিপ কুটিনহো, এভার্টন রিবেইরো
ফরোয়ার্ড: গ্যাব্রিইয়েল জেসুস, রড্রিগো, নেইমার, এভার্টন, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //