রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচটি বাংলাদেশ সময় রাত একটায় ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত হবে। এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে দুই দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

বার্সেলোনা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিতিচ, সার্জিও বুসকেটস, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, নেতো, ক্লিমেন্ট লংলে, আঁতোয়া গ্রিজম্যান, জর্দি আলবা, কার্লেস অ্যালেনা, সের্জি রবার্তো, ফ্রেঙ্কি ডি ইং, আর্তুরো ভিদাল, স্যামুয়েল উমতিতি, কার্লেস পেরেস, আনসু ফাতি।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লড়ার জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। তবে ইনজুরি জর্জরিত দলটির হয়ে খেলতে পারছেন না মার্সেলো, এডেন হ্যাজার্ড, লুকাস ভাসকুয়েস, হামেস রদ্রিগেসরা। এছাড়া ছিটকে গেছেন আলভারো রদ্রিওলা, ব্রাহিম ও মারিয়ানো দিয়াস।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড: থিবাউ কোরতোয়া, আলফোনস আরেওলা, দিয়েগো আলতুবে, দানি কারভাহাল, এদের মিলিতাও, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো, ফারল্যান্ড মেন্দি, টনি ক্রুস, লুকা মদ্রিচ, কাসেমিরো, ফেদে ভালভের্দে, ইসকো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকা জোভিচ, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //