রেস্তোরাঁয় খেলেই ছাড়

ব্রিটেনের রেস্তোরাঁগুলোতে সপ্তাহে তিন দিন প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে খাবার। করোনা সংকটের ফলে বিপর্যস্ত রেস্তোঁরাগুলোকে সহায়তার জন্যই এই কর্মসূচি চালু করা হয়েছে।

হোটেল-রেস্তোরাঁয় মানুষকে ফিরিয়ে আনতে ব্রিটেনের সরকার সম্প্রতি ইট টু হেল্প আউট কর্মসূচি চালু করেছে৷ এর আওতায় প্রায় অর্ধেক দামে খাদ্য পানীয় পাওয়া যাচ্ছে৷ আপাতত আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত এই কর্মসূচির  মেয়াদ স্থির করা হয়েছে৷ এর আওতায় প্রতি সোমবার, মঙ্গলবার বুধবার রেস্তোরাঁয় খেতে গেলে সর্বোচ্চ ১০ পাউন্ডের ছাড় পাওয়া যাবে৷ তবে, থাকছে না সস্তায় মদ্যপানের সুযোগ।

করোনা সংকটের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে শিল্প বাণিজ্য জগতের অসংখ্য ক্ষেত্র৷ ঝঁকির মুখে রয়েছে বিশ্বে অর্থনীতি। এমন সময় ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের কথা মাথায় রেখে ব্রিটেনের সরকারের এমন উদ্যোগ বেশ নজর কাড়ার মতো৷

এদিকে, এই সুযোগের সদ্ব্যবহার করতে ঠিক কত মানুষ এগিয়ে এসেছিলেন, তা এখনো স্পষ্ট নয়৷ শুধু আর্থিক ছাড়ের টানে কত মানুষ ঘর ছেড়ে রেস্তোরায় বসে খাবার সাহস পাবেন, তা নিয়ে সংশয় রয়ে গেছে৷ বর্তমানে ব্রিটেনে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে অনেক মানুষই বিশেষ প্রয়োজন ছাড়া প্রকাশ্যে বের হচ্ছেন না৷ ২৩ বছর বয়সি ম্যাট হ্যাডলি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, প্রায় অর্ধেক দামে ইংলিশ ব্রেকফাস্ট খাবার সুযোগ পেলেও স্বাস্থ্যগত ঝুঁকি এড়িয়ে চলা তাঁর কাছে অত্যন্ত জরুরি৷ তার মতে ভারসাম্য খুঁজতে গেলে শেষ পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ের তুলনায় সুস্থ থাকার বিষয়টিকেই অগ্রাধিকার দিতে হয়৷

ম্যাটের মতো ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ মানুষ এমন ঝুঁকি নিতে না চাইলে এই কর্মসূচির সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //