ইরানে মুক্তি পেল জয়ার ‘ফেরেশতে’

ঢাকার চলচ্চিত্র উৎসবের পর এবার ইরানের ফজর চলচ্চিত্র উৎসবেও উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্দা উঠেছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আগামী ১১ ফেব্রুয়ারি পর্দা নামবে এ উৎসবের।

ইরানের তেহরানের হলে সিনেমাটি প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। এ সময় উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান এবং অভিনেত্রী জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ফেরেশতের’ গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।

ইরানে জয়ার সিনেমার প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন দেশটিতে অবস্থানরত বাংলা ভাষাভাষিদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিনদেশে নিজ দেশের সিনেমা ও তারকাদের দেখতে পেয়ে উচ্ছ্বসিত তারা। কেউ কেউ আবার ভালো লাগার সেই অনুভূতি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //