শাকিব খানের অনুষ্ঠানে ভাঙচুর, অল্পের জন্য রক্ষা

ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের একটি অনুষ্ঠানে তুমুল ভাঙচুর চালিয়েছে তারই ভক্তরা। ভেঙেছে অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চ ও শতাধিক চেয়ার।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় ভারতের আসাম রাজ্যে ঘটনাটি ঘটে।

জানা গেছে, এদিন সন্ধ্যায় আসামের একটি আয়োজনে অংশ নেয়ার কথা ছিল শাকিব খান ও প্রিয়তমার নায়িকা ইধিকা পালের। রাত ৮টা নাগাদ মঞ্চে ওঠার কথা ছিল তাদের। কিন্তু রাত ১১টা বাজলেও শাকিব খানকে মঞ্চে পায়নি আগত ভক্ত-দর্শকরা। এ নিয়ে আয়োজকদের ওপর চড়াও হয় উপস্থিত দর্শকরা। শুরু হয় তুমুল ভাঙচুর। রাত ১২টা নাগাদ ভাঙচুর থামলেও আয়োজক কিংবা শাকিব খানকে খুঁজে পাওয়া যায়নি অনুষ্ঠানস্থলে।

নিশ্চিত হওয়া গেছে, আয়োজকদের অনিয়ম ও অসততার জের ধরে শাকিব খান আসামে থেকেও অনুষ্ঠানস্থলে যেতে বিলম্ব করেছেন। অন্যদিকে এক হাজার রুপি দিয়ে টিকিট কেটে দর্শকরা নায়ককে দেখতে না পেয়ে ক্ষেপে গিয়ে পুরো আয়োজনটি পণ্ড করে। শাকিব খান ও ইধিকা পাল অনুষ্ঠানস্থলে না থাকায় বেঁচে গেছেন দর্শক আক্রমণ থেকে।

ঢাকায় শাকিব খানের প্রতিষ্ঠান এস কে মুভিজ সূত্র জানিয়েছে, আসামের ওই আয়োজনের আয়োজক ছিল একাধিকজন। তাদের নিজেদের মধ্যেই অনুষ্ঠান শুরুর আগে জটিলতা শুরু হয়। ফলে অনুষ্ঠানে পৌঁছানোর আগে শাকিব খানের সঙ্গে যে শর্ত ছিল, সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন তারা। এর জের ধরেই বৃহস্পতিবার রাতে অনভিপ্রেত ঘটনাটি ঘটে আসামে।

এমন অনভিপ্রেত ঘটনার জন্য এই খবরের মাধ্যমে এস কে মুভিজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে আসাম অঞ্চলের শাকিব ভক্তদের কাছে।

এদিকে সাম্প্রতিক সময়ে শাকিব খান হিমেল আশরাফের ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। তবে এবারের আসাম সফর থেকে যাওয়ার কথা কলকাতায়। সেখানে অনন্য মামুনের ‘দরদ’ ছবিটির ডাবিং শেষ করে দেশে ফেরার কথা রয়েছে বছরের শেষ দিনে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //