গৃহবন্দি অবস্থায় সেই ফিলিস্তিনি গায়িকার নতুন বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন করে পোস্ট দেওয়ায় গ্রেপ্তার হয়েছিলেন। দুদিন কারাগারে থাকার পর ১৮ অক্টোবর জামিন পেয়েছেন। তবে জামিনের পর থেকে নিজ বাড়িতে গৃহবন্দি অবস্থায় আছেন ফিলিস্তিনের গায়িকা দালাল আবু আমনেহ।

এবার গৃহবন্দি অবস্থা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম বার্তায় নিজের অপরিবর্তিত অবস্থান ও তার শক্ত মনোবল প্রকাশ পেয়েছে।

গতকাল রবিবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে- ইনস্টাগ্রামে দুই ছেলেমেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ফিলিস্তিনের গায়িকা। তিনি লিখেছেন, মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত।

তিনি আরও লিখেছেন, তিন দিনের অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমার আরও গভীর হয়েছে। আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরও দশ গুণ। তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকমভাবে অপমান করেছিল।

আমনেহ দাবি করেন, ইসরায়েলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাফ পরানো তাকে আরও গর্বিত ও মর্যাদাবান করেছে। 

ফিলিস্তিনি বংশোদ্ভূত গায়িকা আমনেহর ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে। জনপ্রিয় এই গায়িকার ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী। 

সম্প্রতি হামাস-ইসরায়েল সংঘাত শুরু হলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন, সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিজয়ী নেই। 

এরপর গায়িকার বিরুদ্ধে ‘ঘৃণাত্মক বাক্য ব্যবহার ও উসকানি’র অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি পুলিশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //