এক্সপেরিমেন্টাল হলে শনিবার মঞ্চস্থ হবে পীরচাঁনের পালা

নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের ‘পিয়ের গিন্ট’ নাটকের আশ্রয়ে নির্মিত নাটক পীরচাঁনের পালা। শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে আগামীকাল শনিবার (১৪ অক্টোবর) মঞ্চস্থ হবে নাটকটি।

এটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। দর্শনীর বিনিময়ে সন্ধ্যা সাতটায় নাটকটি দর্শকরা দেখতে পারবে।

নাটকের গল্পে জানা যায়, এ নাটকের কেন্দ্রীয় চরিত্র বাংলার যুবক পীরচাঁন–যার জীবন আশৈশ ববঞ্চনায় পূর্ণ। জন্মেই হারালেন পিতাকে, ভিটেমাটির তিনভাগের দেড়ভাগ কেড়ে নিলো যমুনার বান। বাকি দেড় আনা খাজনা বকেয়ার কারণে দেওয়ানের কাছে বন্দি। শেষ অবলম্বন তার দারিদ্র্য নিমজ্জিত ক্ষয়িষ্ণু প্রায় মা আসিয়া।

মা আসিয়া ভাবে তার পুত্র পীরচাঁন যখন ভালোইবাসে মাতব্বর কন্যা সোহাগীকে তখন তাদের বিয়ের মধ্যে দিয়ে মাতব্বরের ধনসম্পদ আহরণের কারণে তাদের অবস্থার উন্নতি হবে। তাদের নিরন্ন পেটে অন্ন জুটবে, পরনে বস্ত্র আসবে, জুটবে মাথা গুজবার মত ঠাঁই। কিন্তু, সেই স্বপ্ন পূরণের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায় জোতদার আসমত। আসমত বিয়ে করে সোহাগীকে। পীরচাঁন বাধা দিতে গেলে আসমতের লাঠিয়ালদের… বাকি গল্প নাটকের অভিনয়ে দেখা যাবে।

মঞ্চে অভিনয় করেছেন পীরচাঁন চরিত্রে শাকিল, আসিয়া-  রুশনী, চন্দনা, সোহাগী -তাহা, ফারিয়া, আসমত-সাহেদ, পারভেজ, রাজা- শুভ্র, আলফা, রাজকণ্যা-ফারিয়া, তাহা, অমত্য - নয়ন, লিমন, জল্লাদ-রাফি, রাকিবুল, আফ্রিদী, লোক-আফ্রিদী, হাছান, জামান, গালিব, বিপ্লব, জুয়েল, পাপ্পি, বৃদ্ধ- আলফা, লিমন, বাপ্পী, বৃদ্ধা- রুশনী,ইতিমা মন্ডল, পরীরা-প্রত্যাশা, কণা, ,ফারিয়া, তাহা,রুশনী, মেয়েরা তাহা, এঞ্জেলিকা, লুবনা, লাঠিয়াল-জুয়েল, নয়ন, রাফি, আফ্রিদী, লিমন, বিপ্লব।

নাটকের নেপথ্যে যারা
আলোক পরিকল্পনা : ঠান্ডু রায়হান
সংগীত দল : মনিকা, লাবনী,
মকবুল হোসেন, বিমল।
মঞ্চ পরীকল্পনা : শাকিল আহমেদ
পোশাক পরিকল্পনা : শামীমা আক্তার মুক্তা
পোস্টার : দিব্যেন্দু উদাস
রূপসজ্জা : তন্ময়
প্রচার ও প্রকাশনা : রুশনী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //