শুক্রবার শুরু ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’, অংশ নেবেন চার হাজার শিল্পী

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে ১২তম আসর আয়োজিত হতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩’। এবছর ৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত চার হাজার শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে একযোগে ৬টি মঞ্চে বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতির যৌথ উপস্থাপনে এবারের ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩’ উদ্যাপিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উৎসবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, পথনাটক, পাপেট শো ও মূকাভিনয়ে ভারত ও বাংলাদেশের মোট ১৪৫টি দল অংশগ্রহণ করবে।

উৎসবের সামগ্রিক বিষয় নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের পক্ষ থেকে ৪ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলায় সেমিনার কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের প্রচার উপ-পরিষদ আহ্বায়ক মীর জাহিদ হাসান এবং সদস্য সচিব তারেক আলী মিলন এতথ্য জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //